রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অজয় কুমার চাকমাকে নতুন ঘর উপহার দিল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলার দুর্গম বালুখালি মুখ এলাকার হতদরিদ্র অজয় কুমার চাকমা (৫৪) এখন নতুন ঘরে ফিরেছেন— সেই ঘরটি তিনি পেয়েছেন সেনাবাহিনীর মানবিক সহযোগিতায়।
গত ২৭ সেপ্টেম্বর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে অজয় কুমারের ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। মুহূর্তেই আগুনে পুড়ে যায় তার বছরের পর বছর ধরে গড়ে তোলা সংসার। পরিবারের সদস্যদের প্রাণ বাঁচলেও মাথা গোঁজার একটুকু আশ্রয়ও হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি।
এমন পরিস্থিতিতে পাশে দাঁড়ায় সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙামাটি রিজিয়নের আওতাধীন জুরাছড়ি জোন। মানবিক উদ্যোগে অল্প সময়ের মধ্যেই শুরু হয় ঘর পুনর্নির্মাণের কাজ। অবশেষে আজ বুধবার (২২ অক্টোবর ২০২৫) নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয় অজয় কুমার চাকমার হাতে।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরাছড়ি জোনের যক্ষা বাজার আর্মি ক্যাম্প জেসিও ওয়ারেন্ট অফিসার মোঃ তৌফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজীদ বিন আখন্দ এবং ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমা।
চাবি হাতে পেয়ে আবেগাপ্লুত অজয় কুমার চাকমা বলেন,
“আমি ভেবেছিলাম জীবনে আর ঘর তুলতে পারবো না। কিন্তু সেনাবাহিনী আমাকে নতুন জীবন দিয়েছেন, আমার পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।”
জুরাছড়ি জোনের সেনা কর্মকর্তারা জানান, পার্বত্য অঞ্চলে দুর্গত, অসহায় ও প্রান্তিক মানুষের পাশে থেকে সেনাবাহিনী শুধু নিরাপত্তার দায়িত্বই নয়, মানবিক দায়িত্বও পালন করে যাচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটির ঘর পুনর্নির্মাণ সেই ধারাবাহিকতার অংশ।
রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাবাহিনী সর্বদা পার্বত্য এলাকার জনগণের পাশে থেকে মানবিক সহায়তা ও উন্নয়ন কার্যক্রমে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, জুরাছড়ি জোন নিয়মিতভাবে দুর্গত পরিবার, অসহায় শিক্ষার্থী ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়িয়ে চিকিৎসা, খাদ্য ও আশ্রয় সহায়তা দিয়ে আসছে।
এই পুনর্নির্মিত ঘরটি শুধু অজয় কুমার চাকমার নয়— এটি জুরাছড়ির পাহাড়ি জীবনের এক অনুপ্রেরণার প্রতীক, যেখানে সেনাবাহিনী, প্রশাসন ও স্থানীয় সমাজ মিলে গড়ে তুলেছে মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল উদাহরণ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।