Dhakatruth.com-এ প্রকাশিত প্রতিবেদন নিয়ে বিজিবির ব্যাখ্যা

Dhakatruth.com-এ প্রকাশিত প্রতিবেদন নিয়ে বিজিবির ব্যাখ্যা

Dhakatruth.com-এ প্রকাশিত প্রতিবেদন নিয়ে বিজিবির ব্যাখ্যা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

Dhakatruth.com নামের একটি অনলাইন পোর্টালে “বিজিবি ডিজিসহ নয় সেনা কর্মকর্তার বিষয়ে গোপন অনুসন্ধান করছে দুদকের গোয়েন্দা ইউনিট” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়— অনলাইন পোর্টালের প্রতিবেদনটিতে বর্তমান মহাপরিচালক (ডিজি) সম্পর্কে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এ কারণে বিজিবি দুদকের সাথে প্রাথমিক যোগাযোগ করে। দুদক নিশ্চিত করেছে যে, বিজিবির ডিজিকে কেন্দ্র করে কোনো তদন্ত বর্তমানে চলমান নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিবেদনে আনা অভিযোগগুলো ব্যক্তিগত ক্ষোভ কিংবা অন্যায় সুবিধা না পাওয়ার প্রতিক্রিয়ায় অপপ্রচারের অংশ হিসেবে প্রকাশিত বলে প্রতীয়মান। বিজিবির দাবি— সংগঠনের বর্তমান মহাপরিচালক ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ ও নীতিবান, এবং তিনি কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেন না।

বিজিবি কর্তৃপক্ষ মনে করছে, এমন তথ্যবিকৃত সংবাদ প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং দেশের একটি সুপ্রতিষ্ঠিত বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়— জাতীয় স্বার্থের পরিপন্থী এমন ভ্রান্ত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকা প্রয়োজন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed