বাঘাইছড়িতে বিজিবির অভিযানে আড়াই লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিজিবির পৃথক অভিযানে ১০০ কার্টন বিদেশি মন্ড (Mond) ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন অধিনায়কের নির্দেশনায় ক্যাপ্টেন অমিত কুমার সাহার নেতৃত্বে একটি টহলদল মধ্যম বাঘাইছড়ি আবাসিক এলাকায় অভিযান চালায়।
এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তায় থাকা সিগারেট ফেলে পালিয়ে যায়।
পরে টহলদল ওই বস্তা থেকে ১০০ কার্টন সিগারেট উদ্ধার করে। প্রতিটি কার্টনে ১০ প্যাকেট করে মোট এক হাজার প্যাকেট মন্ড সিগারেট পাওয়া যায়। জব্দ করা সিগারেটের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
মারিশ্যা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানে আরও জোরদার করা হয়েছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অনিয়ম ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।