বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক জব্দ
![]()
নিউজ ডেস্ক
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আজ সকাল ১১টা ১৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ৮টি বিদেশী পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগিতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই তল্লাশি অভিযান পরিচালিত হয়।
অভিযানে সেনাবাহিনীর সঙ্গে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশ সহায়তা প্রদান করে। অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে চারজন ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তাদের পরিচয় ও নাশকতার সম্ভাব্য উদ্দেশ্য যাচাই করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র চোরাচালান ও নাশকতা দমনে সেনাবাহিনী সর্বক্ষণ তৎপর। দেশব্যাপী অপরাধী নেটওয়ার্ক ও নাশকতা প্রতিরোধে সমন্বিত অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে চলবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আন্তঃজেলা রুট ব্যবহার করে অস্ত্র ও বিস্ফোরক পরিবহনের ঝুঁকি বেড়েছে বলে নিরাপত্তা সংস্থাগুলো সতর্কতা জোরদার করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।