আফগান সীমান্তে টিটিপি যোদ্ধাদের সাথে সংঘর্ষে পাঁচ পাক সেনাসহ নিহত ৩০
![]()
নিউজ ডেস্ক
আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনার মধ্যে আফগান সীমান্তের কাছে পাকিস্তানি সেনাবাহিনী ও নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে অন্তত পাঁচ পাক সেনা এবং ২৫ জন টিটিপি যোদ্ধা নিহত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) পাকিস্তানি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদন মতে, পাক সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, জঙ্গিদের দুটি বৃহৎ দল উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের দুটি ভিন্ন স্থান থেকে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় পাক বাহিনীর হামলায় চার আত্মঘাতী বোমা হামলাকারীসহ কমপক্ষে ২৫ জন জঙ্গি নিহত হয়।
আইএসপিআরের তথ্য মতে, উত্তর ওয়াজিরিস্তানে চার আত্মঘাতী বোমা হামলাকারীসহ ১৫ জন সন্ত্রাসী নিহত হয়। এছাড়া কুর্রাম জেলার ঘাকি এলাকায় আরও ১০ জন অনুপ্রবেশকারী সন্ত্রাসী নিহত হয়। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে তীব্র সীমান্ত সংঘাত শুরু হয়। যা ২০২১ সালে তালেবানদের কাবুল দখলের পর সবচেয়ে ভয়াবহ বলে বিবেচিত হচ্ছে। সহিংসতার পুনরাবৃত্তি রোধে গত শনিবার (২৫ অক্টোবর) ইস্তাম্বুলে দ্বিতীয় ধাপের আলোচনায় বসে পাকিস্তান-আফগানিস্তান। যা আজ রোববার (২৬ অক্টোবর) পর্যন্ত চলবে বলে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।