জুরাছড়িতে শলক কলেজের এইচএসসি উত্তীর্ণদের সেনা জোনের সংবর্ধনা

জুরাছড়িতে শলক কলেজের এইচএসসি উত্তীর্ণদের সেনা জোনের সংবর্ধনা

জুরাছড়িতে শলক কলেজের এইচএসসি উত্তীর্ণদের সেনা জোনের সংবর্ধনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির জুরাছড়ি উপজেলার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শলক কলেজের এইচএসসি-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল রবিবার যক্ষাবাজার ক্যাম্পে জুরাছড়ি জোনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ হাসান সেজান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জোনাল স্টাফ অফিসার মেজর ফয়সাল মাহমুদ অনিক, যক্ষাবাজার ক্যাম্প কমান্ডার মেজর মুহম্মদ সিফাত রায়হানসহ জোনের অধীনস্থ বিভিন্ন ক্যাম্প কমান্ডারগণ।

এছাড়া উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোরশেদ আলম, জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, দুমদুম্যা ইউনিয়ন চেয়ারম্যান শান্তিরাজ চাকমা, মৈদং ইউনিয়ন চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, শলক কলেজের অধ্যক্ষ রোকসানা জাহান সুমি ও কলেজ সভাপতি সুরেশ চাকমাসহ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জোন অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ হাসান সেজান বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষা অর্জন সহজ নয়, তবুও শিক্ষার অগ্রগতি ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, “অপ্রতুল সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার প্রচেষ্টা প্রশংসনীয়। অত্র এলাকার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে আছে এবং থাকবে।”

তিনি শলক কলেজের সাম্প্রতিক ফলাফলকে আরও উন্নত করার জন্য শিক্ষক-অভিভাবক-জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে কৃতী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে জোনের পক্ষ থেকে ক্রেস্ট, নতুন বই এবং পড়ালেখার প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা জুরাছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।

প্রসঙ্গত, দুর্গম জুরাছড়ি উপজেলায় শিক্ষার হার বাড়াতে সেনাবাহিনীর শিক্ষা সহায়তা, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক উদ্যোগগুলো স্থানীয় শিক্ষার্থীদের অনুপ্রেরণার অন্যতম উৎস হিসেবে ভূমিকা রেখে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed