থানচির বলিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ২৬ অক্টোবর গভীর রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে বাজারের একাধিক দোকান ভস্মীভূত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের সদস্যরা স্থানীয়দের সঙ্গে আগুন নেভাতে তৎপর ভূমিকা রাখেন।

এ ঘটনার একদিন পর আজ সোমবার (২৭ অক্টোবর) ক্ষতিগ্রস্তদের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করে বিজিবি।
বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম ক্ষতিগ্রস্ত ১৩ জন দোকান মালিকের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

অনুদান প্রদানকালে লেঃ কর্নেল জহিরুল ইসলাম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “বলিপাড়া জোন তথা ৩৮ বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নয়, জনগণের জানমাল রক্ষা ও মানবিক সহায়তায় সর্বদা অঙ্গীকারাবদ্ধ।”
তিনি আরও আশ্বাস দেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

স্থানীয় জনগণ ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বিজিবির এই মানবিক উদ্যোগে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, এ উদ্যোগ বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও জোরদার করবে, যা সীমান্ত এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, সীমান্ত এলাকায় দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ৩৮ বিজিবি স্থানীয় জনগণের পাশে থেকে সামাজিক বন্ধন আরও শক্তিশালী করে চলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।