ত্রিপুরায় পাসপোর্ট ও বিদেশি আইন লঙ্ঘনের দায়ে তিন বাংলাদেশির দুই বছরের কারাদণ্ড
![]()
নিউজ ডেস্ক
ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার কৈলাসহর জেলা ও দায়রা জজ আদালত পাসপোর্ট আইন ও ফরেনার্স অ্যাক্ট লঙ্ঘনের দায়ে তিন বাংলাদেশি নাগরিককে দুই বছরের কঠোর কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি প্রত্যেককে অর্থদণ্ডও করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মো. রাহনুর রহমান (পিতা: মো. রফিকুল আলম), সিলেটের কুরিগ্রাম এলাকার জাহিদ আহমেদ (পিতা: আব্দুল খালিক) এবং একই এলাকার রুমান আহমেদ (পিতা: মকলিশ রহমান)। তাদের বিরুদ্ধে কৈলাসহর থানায় দায়ের করা মামলা নং ১১৩/২০২৪ এর তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয়।
মামলাটি ভারতীয় দণ্ডবিধির পরিবর্তিত আইন ভারতীয় ন্যায় সনহিতা (BNS) এর ধারা ২৪৯, ভারতীয় পাসপোর্ট আইন ১৯৬৭ এর ধারা ৩ এবং ফরেনার্স অ্যাক্টের ধারা ১৪এ, ১৪বি, ১৪সি অনুযায়ী পরিচালিত হয়।
আদালত রায়ে ভারতীয় পাসপোর্ট আইন লঙ্ঘনের দায়ে প্রত্যেককে ৫ হাজার রুপি জরিমানা অনাদায়ে ১ মাসের সাধারণ কারাদণ্ড প্রদান করেন। এছাড়া ফরেনার্স অ্যাক্ট লঙ্ঘনের দায়ে দুই বছর কঠোর কারাদণ্ড ও ১০ হাজার রুপি অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের সাধারণ কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মামলাটির তদন্ত করেছিলেন কৈলাসহর থানার এএসআই অসিষ পাল। তিনি তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। শুনানি ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনার পর আদালত তিন বাংলাদেশিকে অভিযোগ প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করেন।
উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইন লঙ্ঘন রোধে ত্রিপুরা পুলিশ সম্প্রতি কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।