শনির আখড়ায় যৌথ অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

শনির আখড়ায় যৌথ অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

শনির আখড়ায় যৌথ অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও নগদ অর্থসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. মুন্না (২৯) এবং মো. রাসেল (৪২)। সেনাবাহিনী সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হত্যা, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ডাকাতিসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

অভিযানে ১টি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি মোবাইল ফোন, নগদ ৮০ হাজার টাকা এবং বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, রাজধানীসহ সারা দেশে জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীতে মাদক ও সন্ত্রাসী চক্র পুনরায় সক্রিয় হওয়ার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed