এনটিএমসির নতুন ডিজি মেজর জেনারেল ওসমান সরোয়ার
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) নেতৃত্বে পরিবর্তন এনেছে সরকার।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ারকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে এনটিএমসির মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।
এই দায়িত্বে তিনি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লার স্থলাভিষিক্ত হচ্ছেন।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এই রদবদলের আদেশ জারি করে মোহাম্মদ ওসমান সরোয়ারের চাকরি সেনাবাহিনী থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার কথা জানিয়েছে।
সেই সঙ্গে মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে সেখানে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।