মিয়ানমারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না বাংলাদেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমারের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রতিনিধি পাঠানো হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের অনুরোধ সত্ত্বেও বাংলাদেশ এ বিষয়ে অংশ নিচ্ছে না। সম্প্রতি দেশটির পক্ষ থেকে চিঠি দিয়ে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল।
মিয়ানমারের প্রথম দফার জাতীয় নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এটি হবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর দেশটির প্রথম জাতীয় নির্বাচন। দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১১ জানুয়ারি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।