রাখাইন সীমান্তে জান্তা বাহিনী বহু সৈন্য হারিয়েছে: আরাকান আর্মি

রাখাইন সীমান্তে জান্তা বাহিনী বহু সৈন্য হারিয়েছে: আরাকান আর্মি

রাখাইন সীমান্তে জান্তা বাহিনী বহু সৈন্য হারিয়েছে: আরাকান আর্মি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাখাইন রাজ্যের সীমান্তবর্তী বাগো, মাগওয়ে এবং আয়েয়ারওয়াদি অঞ্চলে বহু সৈন্য হারিয়েছে। এদের মধ্যে ৭১ জান্তা সেনা আত্মসমর্পণ করেছে। অন্যরা ৮ থেকে ১০ নভেম্বরের সংঘর্ষে বন্দী হয়েছে।

বুধবার ১২ নভেম্বর মিয়ানমার সংবাদ সংস্থা দ্যা ইরাবতীর ভ্যারিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এ জানানো হয়, মঙ্গলবার এক বিবৃতিতে আরাকান আর্মি (এএ) জানিয়েছে, তারা এখন রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৪টি নিয়ন্ত্রণ করছে।

আরাকান আর্মি জানায়, প্রত্যাবর্তনকারী সরকার সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় মাগওয়ে, বাগো এবং আয়েয়ারওয়াদি অঞ্চলের সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed