আসামের কাচাড়ে আসাম রাইফেলসের অভিযানে সাড়ে ৪ কোটি টাকার হেরোইন উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
আসাম রাইফেলস ও আসাম পুলিশের যৌথ অভিযানে ভারতের আসাম রাজ্যের কাচাড় জেলার ঝুজাং পাহাড় সংলগ্ন এলাকা থেকে প্রায় ৪ কোটি ৬৫ লাখ রুপি মূল্যের হেরোইন উদ্ধার করা হয়েছে।
গত বুধবার পরিচালিত এই অভিযানে মাদক পাচারের গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে হেরোইনসমৃদ্ধ ৫০টি সাবানের কৌটা উদ্ধার করা হয় বলে প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জানিয়েছেন।
এই ঘটনাটি ঘটল একই জেলায় দুই দিনের ব্যবধানে দ্বিতীয় দফা অভিযানে। গত ৯ নভেম্বর আসাম রাইফেলস ও আসাম পুলিশের আরেকটি যৌথ অভিযানে প্রায় ৬ কোটি রুপির উচ্চমাত্রার মেথামফেটামিন ট্যাবলেট (ইয়াবা) উদ্ধার করা হয়। ওই অভিযানে সিলচারের এক বাসিন্দাকে আটক করা হয়, যিনি সিলচার বাইপাস সড়ক দিয়ে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট পাচার করছিলেন। তাঁর কাছে থাকা মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রতিরক্ষা মুখপাত্র জানান, আসাম রাইফেলস দীর্ঘদিন ধরেই উত্তর-পূর্বাঞ্চলে মাদকবিরোধী অভিযানের সামনের সারিতে রয়েছে। তারা নিয়মিত অভিযান চালিয়ে মাদক নেটওয়ার্ক ভেঙে দেওয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক এই অভিযানটি মাদক পাচার রোধে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। উদ্ধারকৃত মেথামফেটামিন ট্যাবলেট, যা সাধারণত ‘ইয়াবা’ বা ‘পার্টি ট্যাবলেট’ নামে পরিচিত, অত্যন্ত আসক্তিকর এবং এতে মেথামফেটামিন ও ক্যাফেইনের মিশ্রণ থাকে।
এই ধরনের ট্যাবলেট ভারত, বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে ব্যাপক জনপ্রিয় এবং মারাত্মকভাবে আসক্তি সৃষ্টিকারী বলে উল্লেখ করা হয়। বিশেষজ্ঞদের মতে, মিয়ানমারের সঙ্গে ভারতের ১,৬৪৩ কিলোমিটার দীর্ঘ অরক্ষিত সীমান্ত মাদক পাচারের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে, বিশেষত হেরোইন ও ইয়াবা ট্যাবলেট পাচারের ক্ষেত্রে।
উল্লেখ্য, মিজোরামের ছয়টি জেলা (চামফাই, সিয়াহা, লংতলাই, হ্নাথিয়াল, সাইতুয়াল ও সেরছিপ) মিয়ানমারের সঙ্গে প্রায় ৫১০ কিলোমিটার সীমান্ত ভাগাভাগি করে, আর মণিপুরের পাঁচটি জেলা (চুরাচাঁদপুর, তেনৌপাল, চান্দেল, কামজং ও উখরুল) রয়েছে আরও ৩৯৮ কিলোমিটার দীর্ঘ অরক্ষিত সীমান্তে।
সাম্প্রতিক বছরগুলোতে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা ও দক্ষিণ আসাম হয়ে মিয়ানমার থেকে ভারতসহ অন্যান্য দেশে মাদক পাচার বেড়ে যাওয়ায় এই অঞ্চল এখন মাদক বাণিজ্যের প্রধান করিডর হিসেবে বিবেচিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।