মিজোরামে আসাম রাইফেলস ও পুলিশের যৌথ অভিযানে ৪৫ কোটি টাকার ইয়াবা জব্দ
![]()
নিউজ ডেস্ক
মাদকবিরোধী অভিযানে মিজোরামের সাইতুয়াল জেলার এনগোপা এলাকায় আসাম রাইফেলস ও মিজোরাম পুলিশের যৌথ অভিযানে প্রায় ১৫ কিলোগ্রাম মেথামফেটামিন ট্যাবলেট (ইয়াবা) উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি রুপি বলে জানানো হয়েছে।
বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ ও ১৩ নভেম্বর মধ্যরাতে এনগোপা–সাইতুয়াল সড়কে অভিযান চালানো হয়। ওই সময় এনগোপা এলাকার একটি চেকপোস্টে সন্দেহজনক একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালালে মাদকদ্রব্যগুলি উদ্ধার করা হয়।
অভিযানে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁরা হলেন—আসাম রাজ্যের বারপেটা জেলার সজাউদ্দিনের পুত্র রাবিজুল হক এবং আব্দুল হাসানের পুত্র নাসিরুদ্দিন। আটক ব্যক্তিদের সঙ্গে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও যানবাহন সাইতুয়াল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এটি মিজোরামে সাম্প্রতিক সময়ে অন্যতম বৃহৎ মাদক জব্দ অভিযান। আসাম রাইফেলস ও মিজোরাম পুলিশের সমন্বিত এই উদ্যোগ উত্তর-পূর্বাঞ্চলে মাদকবিরোধী সংগ্রামে নতুন গতি এনে দিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ জনগণকে মাদকবিরোধী অভিযানে সহযোগিতার আহ্বান জানিয়ে সন্দেহজনক কার্যকলাপের তথ্য কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।