আসাম থেকে অনুপ্রবেশকারী ১০ রোহিঙ্গাসহ ১৬ অনুপ্রবেশকারীকে পুশব্যাক
![]()
নিউজ ডেস্ক
ভারতের আসাম রাজ্য থেকে ১০ জন রোহিঙ্গাসহ মোট ১৬ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার ভোররাত সাড়ে ১২টার দিকে আসাম সরকার এ পুশব্যাক কার্যক্রম পরিচালনা করে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
মুখ্যমন্ত্রী শর্মা জানান, আন্তর্জাতিক সীমান্তের গেট-৩৯ দিয়ে অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা হয়। তিনি এই পুরো প্রক্রিয়াকে “মসৃণ ও অত্যন্ত নিখুঁত অপারেশন” বলে উল্লেখ করেন এবং তুলনা করেন হলিউডের ‘মিশন ইম্পসিবল’ চলচ্চিত্র সিরিজের অ্যাকশন দৃশ্যের সঙ্গে। শর্মা আরও দাবি করেন, রাজ্যের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ সতর্ক রয়েছে এবং “কোনো ধরনের অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।”
তবে তিনি ঠিক কোন জেলা থেকে অনুপ্রবেশকারীদের আটক করা হয়েছিল তা প্রকাশ করেননি।
আসাম সরকার সাম্প্রতিক মাসগুলোতে রোহিঙ্গা অনুপ্রবেশ ও অবৈধভাবে বাংলাদেশি নাগরিক প্রবেশের বিষয়ে বেশ কঠোর অবস্থান নিয়েছে। নিয়মিত অভিযান, চেকপোস্ট তল্লাশি এবং সীমান্ত এলাকায় নজরদারি জোরদারের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে এ ধরনের অনধিকার প্রবেশ প্রতিরোধে তৎপরতা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, মিয়ানমারের চলমান সংকট ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা অব্যাহত থাকায় এ ধরনের পুশব্যাক কার্যক্রম বেড়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।