সীমান্ত সুরক্ষার পাশাপাশি পানছড়ির দুর্গম অংজ পাড়ায় বিজিবির মানবিক কর্মসূচি
![]()
নিউজ ডেস্ক
সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সার্বিক কল্যাণে ধারাবাহিক মানবিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্যের পাশাপাশি ৩ বিজিবি (লোগাং জোন) দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
লোগাং জোনের নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে—দুঃস্থ নারীদের সেলাই মেশিন প্রদানের জন্য আবেদন যাচাই, পানীয় জলের সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ, চিকিৎসা ও দৈনন্দিন প্রয়োজনীয়তায় অসহায় পরিবারগুলোকে সহযোগিতা, এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক উদ্যোগ।

এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) দুপুরে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম অংজ পাড়ায় একাধিক জনকল্যাণমূলক সহায়তা প্রদান করে ৩ বিজিবি লোগাং জোন। সহায়তাগুলোর মধ্যে ছিল—স্থানীয়দের দীর্ঘদিনের পানীয় জলের সংকট দূর করতে নলকূপ স্থাপন, দরিদ্র ও দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান, অসহায় পরিবারের জন্য ঘরের ছাউনির টিন ও নগদ আর্থিক সহায়তা।
এ ছাড়াও এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, “সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে থাকার দায়িত্বও বিজিবির। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ পানি নিশ্চিতকরণ এবং নানা জনকল্যাণমূলক উদ্যোগে আমরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছি।”

স্থানীয় বাসিন্দারা জানান, পানছড়ির এই দুর্গম অঞ্চলে বিজিবির এসব উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে বাস্তব ও কার্যকর ভূমিকা রাখছে। বিশেষ করে পানীয় জলের নলকূপ স্থাপন এবং সেলাই মেশিন সরবরাহ অনেক পরিবারকে নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিচ্ছে।
প্রসঙ্গত, সীমান্তবর্তী দুর্গম এলাকায় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিজিবির সক্রিয় অংশগ্রহণ স্থানীয় জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা পালন করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।