রাঙ্গামাটিতে পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন, নির্বাচনে অংশ নেয়ার ঘোষনা জেএসএসের
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন জনসংহতি সমিতির শীর্ষ নেতা ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার।
তিনি বলেন, “নিজেদের অধিকার নিজেদেরই আদায় করতে হবে। যেহেতু আমরা চুক্তি করেছি—চুক্তি বাস্তবায়ন করেই ছাড়বো।”
আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা থাকলেও ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে জনসংহতি সমিতি অংশ নেবে বলেও তিনি জানান।
মঙ্গলবার সকালে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে শহরের জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখার সভাপতি ডা. গঙ্গা মানিক চাকমা।
এতে আরও বক্তব্য রাখেন—এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি ভবতোষ দেওয়ান, কেন্দ্রীয় মহিলা সমিতির সভাপতি মনি চাকমা, এবং জনসংহতি সমিতির নেতা অরুণসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে, দিনটি উপলক্ষে সকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে আঞ্চলিক পরিষদ। সভায় সভাপতিত্ব করেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তৎকালীন সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) শান্তিচুক্তি স্বাক্ষর করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।