খাগড়াছড়িতে শান্তিচুক্তির ২৮ বছর: স্থায়ী শান্তির আহ্বানে জেলা পরিষদের আলোচনা সভা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বক্তারা পাহাড়ে স্থায়ী শান্তি, উন্নয়ন ও সম্প্রীতি জোরদারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
জেলা পরিষদের চেয়ারপার্সন শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে এবং জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন—খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. সাবের, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, পরিষদের সদস্য প্রফেসর আব্দুল লতিফ, নিটোল মণি চাকমা, সাথোয়াই প্রু চৌধুরী, মাহবুব আলম, জয়া ত্রিপুরা, বঙ্গমিত্র চাকমা, কংজ্যপ্রু মরামা, ধনেশ্বর ত্রিপুরা, শহিদুল ইসলাম সুমনসহ অন্যান্য কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, চুক্তির ২৮ বছর পার হলেও পাহাড়ে এখনও স্থায়ী শান্তির পরিবেশ পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। ভূমি জটিলতা, নিরাপত্তা উদ্বেগ এবং কিছু ধারার অপূর্ণ বাস্তবায়ন স্থানীয় মানুষের আস্থা তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তারা। বক্তারা জানান, শান্তিচুক্তির মূল লক্ষ্য অর্জনে সকল পক্ষকে পারস্পরিক আস্থা, সংলাপ ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে।
সভায় আরও বলা হয়, উন্নয়ন ও সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রাখতে পার্বত্য অঞ্চলে সহনশীলতা, সমঝোতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি করা জরুরি। পাহাড়ের জনগণের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি অবশিষ্ট ধারাগুলোর দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন বক্তারা।
উল্লেখ্য, শান্তিচুক্তি বাস্তবায়নে দীর্ঘ অগ্রগতি হলেও পাহাড়ের সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা পেতে এখনো বহুমুখী উদ্যোগ জরুরি বলে পর্যবেক্ষকদের মত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।