বান্দরবানে সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ, পাহাড়ে শান্তি ও সহাবস্থান নিশ্চিতের আহ্বান

বান্দরবানে সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ, পাহাড়ে শান্তি ও সহাবস্থান নিশ্চিতের আহ্বান

বান্দরবানে সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ, পাহাড়ে শান্তি ও সহাবস্থান নিশ্চিতের আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বান্দরবান শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে সিএইচটি সম্প্রীতি জোট।

সকাল থেকে দিনব্যাপী পরিচালিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যায়।

লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, মুখপাত্র পাইশিখই মারমা, কেন্দ্রীয় সদস্য শাহীন আলম, চট্টগ্রাম মহানগরের সংগঠক অং সি হ্লা মারমা ও অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ। তারা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি ও সামাজিক সহাবস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

লিফলেটে পার্বত্য এলাকার স্থায়ী সমাধান হিসেবে সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা, বৈষম্যহীন সহাবস্থান, ভূমি সমস্যার ন্যায্য সমাধান, চাঁদাবাজি–সহিংসতা বন্ধ, এবং সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি—এমন ছয় দফা গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়। সংগঠনটির মতে, এসব দাবির বাস্তবায়নই পাহাড়ে স্থায়ী শান্তির ভিত্তি গড়ে দিতে পারে।

ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা কোনো একক গোষ্ঠীর কাজ নয়; এখানকার প্রতিটি শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। তরুণদের বিভাজনমূলক রাজনীতি ও সহিংসতার পথ থেকে দূরে রেখে উন্নয়ন, ভ্রাতৃত্ব ও নিরাপত্তার পথে এগিয়ে আসতে হবে।”

দিনব্যাপী এই লিফলেট বিতরণ কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়রা জানান—সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এমন উদ্যোগ আরও ঘন ঘন হওয়া প্রয়োজন, যা পার্বত্য অঞ্চলে স্থায়ী আস্থার পরিবেশ গঠনে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, পাহাড়ে দীর্ঘদিনের অস্থিরতা নিরসন ও সহাবস্থান নিশ্চিত করতে নানা পর্যায়ে সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিএইচটি সম্প্রীতি জোট।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed