তাতিন্দ্র লাল পেলেকে সভাপতি ও বিমলকে সম্পাদক জেএসএস (এমএন লারমা)’র ১২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত
 
                 
নিউজ ডেস্ক
৩দিন ব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের পানখাইয়াপাড়াস্থ মারমা উন্নয়ন সংসদের হলরুমে সংগঠনটির জাতীয় সম্মেলনের সমাপনী দিনে কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে উপস্থিত সংগঠনটির বিভিন্ন ইউনিটের সভাপতি-সম্পাদকদের মতামতের ভিত্তিতে সাবেক সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা ওরফে পেলেকে সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি বিমল কান্তি চাকমা ওরফে মূর্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এসময় প্রনব চাকমাকে সাংগঠনিক সম্পাদক ও সুধাকর ত্রিপুরাকে তথ্য ও প্রচার সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ও ১৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির অনুমোদন দেয়া হয়।
এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১২ তম জাতীয় সম্মেলন উদ্বোধন করা হয়।
