বিলাইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৮২ জন

বিলাইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৮২ জন

বিলাইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৮২ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি জোনের তাংখুইতাং আর্মি ক্যাম্পের আওতাধীন সাপড়াতলি পাড়ায় গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক এ জনসেবামূলক কার্যক্রমের নেতৃত্ব দেন বিলাইছড়ি জোনের ক্যাপ্টেন তাহজিদ তাসনিফ রিহাত।

দুর্গম পাহাড়ি এ পাড়ার ৮২ জন অসহায় ও দুস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে ৩৫ জন পুরুষ, ৩৯ জন নারী ও ৮ জন শিশু ছিলেন। চিকিৎসক দল প্রত্যেককে প্রয়োজনীয় ওষুধ, প্রাথমিক স্বাস্থ্যপরামর্শ ও রোগ শনাক্তকরণে সহায়তা প্রদান করে।

চিকিৎসা সেবা পেয়ে স্থানীয়রা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্গম এলাকায় চিকিৎসাসেবা নিয়মিত পাওয়া সম্ভব হয় না; ফলে এ ধরনের ক্যাম্প তাদের জন্য অত্যন্ত সহায়ক ও আশীর্বাদস্বরূপ। বিশেষ করে শিশু ও প্রবীণদের জন্য ওষুধসহ স্বাস্থ্যসেবা তাদের দৈনন্দিন জীবনে স্বস্তি এনে দিয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নে সহযোগী ভূমিকা পালনের পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতেই সেনাবাহিনী পাহাড়জুড়ে মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। জনস্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা—সব ক্ষেত্রেই সেনাবাহিনীর উদ্যোগ পাহাড়ি জনপদে আস্থার নতুন সেতুবন্ধন তৈরি করছে।

উল্লেখ্য, বিলাইছড়ি ও আশপাশের দুর্গম এলাকায় নিয়মিত চিকিৎসাসেবা পৌঁছাতে এই ধরনের মেডিকেল ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এ জনসেবামূলক কার্যক্রম পাহাড়ে স্থায়ী শান্তি ও সমন্বয়ের ভিত্তি আরও মজবুত করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed