বিলাইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৮২ জন
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি জোনের তাংখুইতাং আর্মি ক্যাম্পের আওতাধীন সাপড়াতলি পাড়ায় গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক এ জনসেবামূলক কার্যক্রমের নেতৃত্ব দেন বিলাইছড়ি জোনের ক্যাপ্টেন তাহজিদ তাসনিফ রিহাত।
দুর্গম পাহাড়ি এ পাড়ার ৮২ জন অসহায় ও দুস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে ৩৫ জন পুরুষ, ৩৯ জন নারী ও ৮ জন শিশু ছিলেন। চিকিৎসক দল প্রত্যেককে প্রয়োজনীয় ওষুধ, প্রাথমিক স্বাস্থ্যপরামর্শ ও রোগ শনাক্তকরণে সহায়তা প্রদান করে।
চিকিৎসা সেবা পেয়ে স্থানীয়রা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্গম এলাকায় চিকিৎসাসেবা নিয়মিত পাওয়া সম্ভব হয় না; ফলে এ ধরনের ক্যাম্প তাদের জন্য অত্যন্ত সহায়ক ও আশীর্বাদস্বরূপ। বিশেষ করে শিশু ও প্রবীণদের জন্য ওষুধসহ স্বাস্থ্যসেবা তাদের দৈনন্দিন জীবনে স্বস্তি এনে দিয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নে সহযোগী ভূমিকা পালনের পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতেই সেনাবাহিনী পাহাড়জুড়ে মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। জনস্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা—সব ক্ষেত্রেই সেনাবাহিনীর উদ্যোগ পাহাড়ি জনপদে আস্থার নতুন সেতুবন্ধন তৈরি করছে।
উল্লেখ্য, বিলাইছড়ি ও আশপাশের দুর্গম এলাকায় নিয়মিত চিকিৎসাসেবা পৌঁছাতে এই ধরনের মেডিকেল ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এ জনসেবামূলক কার্যক্রম পাহাড়ে স্থায়ী শান্তি ও সমন্বয়ের ভিত্তি আরও মজবুত করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।