সীমান্তে অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারীকে বিএসএফের কাছে হস্তান্তর করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
ভারতীয় হাইকমিশনের অনুরোধ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে সীমান্তে অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে সোনালী খাতুন ও তার আট বছরের সন্তান মো. সাব্বির শেখকে নিরাপদ অবস্থায় ভারতীয় বাহিনীর নিকট হস্তান্তর করা হয়।

হস্তান্তরের সময় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।
তিনি জানান, বিএসএফের এই পুশইন আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড, দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তি এবং প্রতিবেশীসুলভ সম্পর্কের চরম লঙ্ঘন। দীর্ঘদিন ধরে এমন পুশইন কর্মকাণ্ড সীমান্ত এলাকায় মানবিক সংকট সৃষ্টি করছে এবং দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।

লেঃ কর্নেল কিবরিয়া বলেন, “বিএসএফের অমানবিক আচরণের বিপরীতে বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে।” বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে বিজিবির কার্যক্রম আন্তর্জাতিক মানবিকতার উৎকৃষ্ট উদাহরণ বলে তিনি অভিহিত করেন।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে সীমান্তে পুশইনসহ এ ধরনের অমানবিক ও আন্তর্জাতিক আইন-বিরোধী কর্মকাণ্ড বন্ধ করবে বলে আশা করা হচ্ছে। সীমান্তে মানবিক, আইনসম্মত ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে বিএসএফকেই আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং পুশইনের মতো অমানবিক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ বারবার উদ্বেগ জানালেও এ ধরনের ঘটনা থেমে নেই—যা সীমান্ত নিরাপত্তা কাঠামোর জন্য উদ্বেগজনক।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।