অবৈধভাবে সিমেন্ট পাচারের সময় মায়ানমারগামী ৩ চোরাই বোট আটক করল নৌবাহিনী
![]()
নিউজ ডেস্ক
বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে মায়ানমারে অবৈধভাবে সিমেন্ট পাচারের সময় সিমেন্টবোঝাই তিনটি ইঞ্জিনচালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা বিশেষ অভিযান চালিয়ে বোট তিনটি আটক করে।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম ও নোয়াখালীর সোলেমান বাজার, লক্ষীরচর এবং সুবর্ণচর এলাকা থেকে সিমেন্টবোঝাই বোটগুলো মায়ানমারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তথ্য পাওয়ার পর সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজ ও বোট সেন্ট মার্টিন সংলগ্ন এলাকায় টহল জোরদার করে।
রাতে টহল চলাকালে নৌবাহিনী সন্দেহজনক তিনটি ইঞ্জিনচালিত বোট শনাক্ত করে। থামার নির্দেশ দিলে বোটগুলো পালানোর চেষ্টা করে। পরে নৌবাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে এফবি আল্লাহর দান, এফবি আলাউদ্দিন-১ ও এফবি আলাউদ্দিন-২ নামের বোট তিনটিকে আটক করে। তল্লাশিতে পাওয়া যায় ১,৫৫০ বস্তা সিমেন্ট, যার বাজারমূল্য প্রায় ৮ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় চোরাচালানে জড়িত ৩০ জন মাঝিমাল্লাও আটক হয়েছে।
পরে আটক বোট, জব্দ মালামাল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। নৌবাহিনী জানায়, মায়ানমারে বেশি দামে বিক্রির আশায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সাগরপথে সিমেন্টসহ বিভিন্ন পণ্য চোরাচালান করে আসছে। দেশের সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, চোরাচালান দমন ও সামুদ্রিক সম্পদের নিরাপত্তায় নৌবাহিনী নিয়মিত টহল এবং অভিযান চালিয়ে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।