টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাহিনী।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারি কোনাপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মিজান ওরফে লম্বা মিজান তার বাড়িতে দেশি-বিদেশি অস্ত্রের একটি বড় মজুদ রেখেছে। তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (০৫ ডিসেম্বর) দিবাগত রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ যৌথভাবে লম্বা মিজানের বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বসতঘরে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ১টি, দেশি পিস্তল ২টি, একনালা বন্দুক ১টি, ৪০ মি.মি. HE MG-3 গ্রেনেড ৭টি, ৪০ মি.মি. HE MG-4 গ্রেনেড ৩টি, লাইভ অ্যামুনিশন ৪৩ রাউন্ড, পিস্তল ম্যাগাজিন ১টি, পিস্তল বল ২ রাউন্ড, ফাঁকা কার্তুজ ২০ রাউন্ড এবং ৩টি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, অস্ত্র ও দুষ্কৃতিকারী চক্র দমনে নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌবাহিনী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।