রুমায় ‘দ্যা ইয়ং বম অ্যাসোসিয়েশন’র পরিচ্ছন্নতা অভিযান ও রক্তের গ্রুপ সংগ্রহ কর্মসূচি
![]()
নিউজ ডেস্ক
‘নিজ থেকেই শুরু, পরিচ্ছন্নতাই লক্ষ্য’ স্লোগানকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় দ্যা ইয়ং বম অ্যাসোসিয়েশনের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান ও রক্তগ্রুপ সংগ্রহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রুমা সদর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মানুষের অংশগ্রহণ ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রুমা জোন লেঃ কর্নেল মেহেদী হাসান সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মাহফুজুর রহমান, রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস কুমার বড়ুয়া, ২নং রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মার্মা, ৩নং রেমাক্রী প্রাংসা ইউনিয়নের চেয়ারম্যান জিরা বম, দ্যা ইয়ং বম অ্যাসোসিয়েশনের সভাপতি ভানত্লি বম, সাধারণ সম্পাদক জেমস লালথার নাক বম এবং বম সোস্যাল কাউন্সিলের সহ-সভাপতি লাল লিয়ান সম (পালিয়ান) বমসহ অন্যান্য অতিথিরা।
আলোচনা সভার আগে নিজ পাড়া, বেথেল পাড়া, জায়ন পাড়া, ইডেন পাড়া, ইডেন রোড, লাইরুনপি ও মুনলাই পাড়া থেকে শুরু করে রুমা বাজার ও উপজেলা পরিষদ চত্বরে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ কর্মসূচিতে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ল্যাব মো. নুরুজ্জামানের সহযোগিতায় ৬০ জনের রক্তগ্রুপ পরীক্ষা করা হয়।

বক্তারা বলেন, রুমা উপজেলাকে একটি আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে তুলতে পুরো উপজেলা—বিশেষ করে রুমা বাজার ও আশপাশের পাড়া-মহল্লাগুলো—পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। দ্যা ইয়ং বম অ্যাসোসিয়েশনের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে চলমান পরিচ্ছন্নতা অভিযান তিন বছর বন্ধ থাকলেও এবার থেকে তা ধারাবাহিকভাবে পরিচালনার আশাবাদ ব্যক্ত করা হয়।
রুমা জোনের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্ন রুমা গড়ার উদ্যোগে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। রুমা বাজারে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ডাস্টবিন সরবরাহ করা হবে এবং দ্যা ইয়ং বম অ্যাসোসিয়েশনকে একটি সাউন্ড সিস্টেম প্রদান করা হবে। পাশাপাশি সংগঠনের সকল ইতিবাচক ও সামাজিক কার্যক্রম যাতে আরও গতিশীল থাকে—সেজন্য নিয়মিত সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
উল্লেখ্য, পাহাড়ি অঞ্চলে সামাজিক উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সংগঠনগুলোর উদ্যোগধর্মী কার্যক্রম রুমাকে পর্যটনবান্ধব এলাকায় রূপান্তরের প্রচেষ্টাকে আরও জোরদার করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।