তিন মাস পর বিশাল সমাবেশে নেপালের সাবেক প্রধানমন্ত্রী বললেন, ‘আমরা জেন-জি বিরোধী নই’

তিন মাস পর বিশাল সমাবেশে নেপালের সাবেক প্রধানমন্ত্রী বললেন, ‘আমরা জেন-জি বিরোধী নই’

তিন মাস পর বিশাল সমাবেশে নেপালের সাবেক প্রধানমন্ত্রী বললেন, ‘আমরা জেন-জি বিরোধী নই’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জেনারেল-জেড বা জেন-জি তরুণদের বিক্ষোভে ক্ষমতাচ্যুত হওয়ার তিন মাস পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির দল বিশাল সমাবেশ করেছে। সমাবেশে তিনি বলেছেন, আমাদের জেন-জি তরুণদের বিরোধী হিসেবে তুলে ধরা হচ্ছে। কিন্তু এটা সত্য নয়।

রয়টার্স জানিয়েছে, শনিবার (১৩ ডিসেম্বর) হাজার হাজার মানুষ সমাবেশে যোগ দেয়। তিন মাস আগে জেন-জি নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী বিক্ষোভে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই হিমালয়ের দেশটিতে তাদের সবচেয়ে বড় সমাবেশ।

নেপালের কমিউনিস্ট পার্টি (ইউনিফাইড মার্কসবাদী-লেনিনবাদী)-এর তিন দিনের সম্মেলন উপলক্ষে রাজধানী কাঠমান্ডুর কাছে ভক্তপুরে এই সমাবেশ আয়োজিত হয়। পুলিশ অনুমান করছে, অন্তত ৭০ হাজার জন উপস্থিত ছিলেন। সমাবেশের আগে আয়োজকরা জানান, তারা ৩ লাখ লোককে একত্রিত করার চেষ্টা করবেন।

দেশটির রাজনৈতিক বিশ্লেষক পুরঞ্জন আচার্য বলেন, দুর্নীতিবিরোধী বিক্ষোভের পর থেকে রাজধানীতে যে কোনো দলের সমর্থকদের মধ্যে ‘সবচেয়ে বড় সমাবেশ’ এটি।

সেপ্টেম্বরের ‘জেন-জি’ বিক্ষোভ এবং পরবর্তী অস্থিরতায় ৭৭ জন নিহত ও ২০০০ জনেরও বেশি আহত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট এবং সংসদে আগুন লাগানোর কারণে অলি এবং আরও কিছু রাজনীতিবিদকে সেনাবাহিনী বেশ কয়েকদিন ধরে উদ্ধার করে নিরাপদে রেখেছিল।

প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সংসদ ভেঙে দেয়। নতুন প্রশাসন বলছে, এই অস্থিরতার কারণে নেপালের ৪২ বিলিয়ন ডলারের অর্থনীতিতে ৫৮৬ মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে।

ইউএমএল সভাপতি হিসেবে পুনর্নির্বাচনের দৌড়ে আছেন কেপি শর্মা অলি। তিনি সমাবেশে বলেন, সংসদ ভেঙে দেওয়া অসাংবিধানিক। ইউএমএল সংসদ পুনর্বহালের জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছে।

ইউএমএল-এর সাধারণ সম্পাদক শঙ্কর পোখরেল সমাবেশে বলেন, ‘আমরা এখনো মানুষের হৃদয়ে বেঁচে আছি। সমাবেশে এত মানুষের উপস্থিতি এর প্রমাণ।’

আগামী সোমবার দলটির সভাপতি নির্বাচনের জন্য ২ জনেরও নেতৃস্থানীয় সদস্য ভোট দেবেন। অলির বিরুদ্ধে তার ডেপুটি পোখারেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed