সুদানের আবেইয়ে জাতিসংঘ ঘাঁটিতে হামলা: বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮

সুদানের আবেইয়ে জাতিসংঘ ঘাঁটিতে হামলা: বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮

সুদানের আবেইয়ে জাতিসংঘ ঘাঁটিতে হামলা: বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৬ জন শান্তিরক্ষী নিহত এবং ৮ জন আহত হয়েছেন।

জানা গেছে, হামলার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি এখনও অস্থিতিশীল রয়েছে। সন্ত্রাসীদের সঙ্গে শান্তিরক্ষীদের সংঘর্ষ চলমান থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতিসংঘ মিশনের পক্ষ থেকে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আইএসপিআর জানিয়েছে, আহত শান্তিরক্ষীদের দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পাশাপাশি, পরবর্তী পরিস্থিতি মূল্যায়ন করে বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে জানানো হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ঝুঁকিপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশি শান্তিরক্ষীরা বারবার জীবনবাজি রেখে দায়িত্ব পালন করে আসছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবদানের গুরুত্ব আরও একবার তুলে ধরল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed