অভিন্ন নদীর প্রবাহে সরাসরি হস্তক্ষেপ, নতুন করে যেভাবে ‘পানিযুদ্ধ’ উসকে দিচ্ছে ভারত
![]()
নিউজ ডেস্ক
অভিন্ন নদী চেনাবের পানি প্রবাহ হঠাৎ বাড়িয়ে আবার অস্বাভাবিকভাবে কমিয়ে এনে ভারত নতুন করে ‘পানিযুদ্ধ’ শুরু করেছে। এমন অভিযোগ তুলেছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, এই পদক্ষেপ ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি (ইন্ডাস ওয়াটার্স ট্রিটি-আইডব্লিউটি)-এর সরাসরি লঙ্ঘন। খবর জিও নিউজের।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তাহির হুসেইন আন্দরাবি জানান, ৭ ডিসেম্বর থেকে চেনাব নদীর পানি প্রবাহে অস্বাভাবিক ওঠানামা লক্ষ্য করা যায়। তার ভাষায়, এসব পরিবর্তন অত্যন্ত উদ্বেগজনক এবং তা ভারতের একতরফা সিদ্ধান্তের ইঙ্গিত দেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কোনো পূর্ব নোটিশ বা তথ্য বিনিময় ছাড়াই ভারত চেনাব নদীতে পানি ছেড়েছে ও পরে তা কমিয়ে দিয়েছে, যা সিন্ধু পানি চুক্তির শর্তাবলীর পরিপন্থি। এ বিষয়ে পাকিস্তান ইতোমধ্যে ইন্ডাস ওয়াটার কমিশনারের মাধ্যমে নয়াদিল্লির কাছে ব্যাখ্যা ও বিস্তারিত তথ্য চেয়েছে।
পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, ৭ ও ৮ ডিসেম্বর মধ্যরাতে আকস্মিকভাবে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি ছেড়ে দেয় ভারত, এরপর ১৩ ডিসেম্বর থেকে পানি প্রবাহ নাটকীয়ভাবে কমিয়ে ৮৭০ থেকে এক হাজার কিউসেকের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, যা টানা চার দিন অব্যাহত ছিল। অথচ গত এক দশকের তথ্য অনুযায়ী, এই সময় চেনাব নদীতে পানিপ্রবাহ সাধারণত ৪ হাজার থেকে ১০ হাজার কিউসেকের মধ্যে থাকে।
পাকিস্তান আরও অভিযোগ করেছে, ভারত চেনাব নদীর ওপর অবস্থিত বাগলিহার পানিবিদ্যুৎ প্রকল্পের জলাধার ইচ্ছাকৃতভাবে খালি করে পরে পুনরায় ভরেছে। অথচ চুক্তি অনুযায়ী, পাকিস্তানের জন্য নির্ধারিত নদীগুলোতে অবস্থিত ‘রান-অব-দ্য-রিভার’ প্রকল্পে এ ধরনের ইচ্ছামতো পানি নিয়ন্ত্রণ বৈধ নয়।
পাকিস্তানের ইন্ডাস ওয়াটার কমিশনার সৈয়দ মেহর আলী শাহ ‘দ্য নিউজ’-কে বলেন, তিনি ভারতের কমিশনারকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বৈজ্ঞানিক তথ্যসহ প্রমাণ দেয়া হয়েছে যে, বাগলিহার ড্যামের পানি খালি ও ফের ভরার ঘটনা কোনো প্রাকৃতিক বা আবহাওয়াজনিত কারণে নয়, বরং এটি পরিকল্পিত পানি ব্যবস্থাপনার অপব্যবহার।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।