জাতিসংঘে কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ

জাতিসংঘে কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ

জাতিসংঘে কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জম্মু ও কাশ্মীর ভারতের ভূখণ্ড নয় এবং কখনোই তা এমন স্বীকৃতি পাবে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মঙ্গলবার এমন বক্তব্য দিয়েছে পাকিস্তান।

জাতিসংঘে পাকিস্তান মিশনের কাউন্সেলর ও রাজনৈতিক সমন্বয়কারী গুল কায়সার সারওয়ানি ‘লিডারশিপ ফর পিস’ শীর্ষক উন্মুক্ত বিতর্কে বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই কাশ্মীর ভারতের তথাকথিত অংশ নয়। কখনোই ছিল না, ভবিষ্যতেও হবে না।

এদিকে জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের মন্তব্যের কড়া জবাব দিয়েছে ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পার্বথানেনি স্পষ্ট করে বলেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ। এটি ছিল, আছে এবং চিরকালই ভারতের অংশ থাকবে।

বিতর্ক চলাকালে পাকিস্তানের প্রতিনিধির বক্তব্যের প্রতিক্রিয়ায় পার্বথানেনি বলেন, ভারত ও ভারতের জনগণের ক্ষতি করার ব্যাপারে পাকিস্তানের এক ধরনের রোগগ্রস্ত আসক্তি রয়েছে।

ভারত কেন সিন্ধু পানি চুক্তি স্থগিত রেখেছে তা ব্যাখ্যা করতে গিয়ে পার্বথানেনি পাকিস্তানকে বিশ্বের সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল বলে আখ্যা দেন।

তিনি বলেন, ৬৫ বছর আগে ভারত সদিচ্ছা ও বন্ধুত্বের মনোভাব নিয়ে সিন্ধু পানি চুক্তিতে স্বাক্ষর করে। কিন্তু এই ছয় দশকেরও বেশি সময়ে পাকিস্তান চুক্তির চেতনাকে লঙ্ঘন করেছে ভারতের বিরুদ্ধে তিনটি যুদ্ধ চাপিয়ে দিয়ে এবং হাজার হাজার সন্ত্রাসী হামলা চালিয়ে।

গত চার দশকে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী হামলায় দশ হাজারেরও বেশি ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এর মধ্যে এ বছরের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হওয়া হামলার কথা তুলে ধরেন। ওই হামলায় এক বিদেশি নাগরিকসহ ২৬ জন বেসামরিক মানুষ নিহত হন।

তিনি বলেন, এই প্রেক্ষাপটেই ভারত ঘোষণা করেছে যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্য ও স্থায়ীভাবে সীমান্তপারের সন্ত্রাসবাদসহ সব ধরনের সন্ত্রাসে সমর্থন বন্ধ করছে, ততক্ষণ সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে। জাতিসংঘে পাকিস্তানের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়েও কড়া সমালোচনা করেন পার্বথানেনি।

তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাবন্দি করা হয়েছে, শাসক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) নিষিদ্ধ করা হয়েছে এবং ২৭তম সংশোধনীর মাধ্যমে একটি সংবিধানিক অভ্যুত্থান ঘটিয়ে সেনাবাহিনীর প্রধান অসিম মুনিরকে আজীবন দায়মুক্তি দেওয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed