রাঙামাটিতে যৌথবাহিনীর অভিযানে ইউপিডিএফ ও জেএসএসের চাঁদা কালেক্টর আটক
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটিতে অভিযান চালিয়ে অস্ত্র, টাকাসহ ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএসের (সন্তু) চাঁদা কালেক্টর শংকদীশ কুমার বড়ুয়া আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। আটককৃত শংকদীশ কুমার বড়ুয়া রাঙামাটির কতুকছড়ির বাসিন্দা। যৌথবাহিনী সূত্রে জানা যায়, রাঙামাটির বিভিন্ন গাছ ব্যবসায়ী থেকে জেএসএস (সন্তু) ও ইউপিডিএফের (প্রসীত) পক্ষে শংকদীশ কুমার বড়ুয়া চাঁদাবাজি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি রিজিয়নের সেনাবাহিনীর একটি দল ও র্যাব-৭ ৩রা মার্চ মঙ্গলবার রাঙামাটির কতুকছড়িতে যৌথভাবে অভিযান চালায়। এসময় শংকদীশ কুমার বড়ুয়াকে আটক করে যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে ১টি অস্ত্র, ৩ রাউন্ড রিভলবারের গুলি ও নগদ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেওয়া র্যাব কর্মকর্তা মেজর মুশফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে শংকদীশ কুমার বড়ুয়াকে আটক করা হয়। এদিকে নানিয়াচর উপজেলা থেকে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র সাবেক প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা হত্যার এজহারভুক্ত আসামী দিগন্ত চাকমাকে ২রা মার্চ সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।