তীব্র শীতে দুর্গম পাহাড়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়াল বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় তীব্র শীতে মানবেতর জীবনযাপন করা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর উদ্যোগে শিয়ালদহ ও জামপাড়া এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
ব্যাটালিয়নের শিয়ালদহ বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো. মশিউর রহমান নিজে দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে শিয়ালদহ ও জামপাড়া গ্রামগুলোতে গিয়ে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
বিজিবি সূত্র জানায়, এ সময় শীতের তীব্রতায় কষ্টে থাকা ৬০টি দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি নারী, শিশু ও বয়স্কসহ শতাধিক শীতার্ত মানুষ এই সহায়তার আওতায় আসে। দুর্গম পাহাড়ি অঞ্চলে শীতের প্রকোপ বেশি হওয়ায় অনেক পরিবার প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছিল বলে স্থানীয়রা জানান।
শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, পাহাড়ি এলাকায় বর্তমানে প্রচণ্ড শীত পড়ছে। সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।
শীতবস্ত্র পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা সীমিত হওয়ায় বাইরের সহায়তা পাওয়া কঠিন হয়। বিজিবির এই উদ্যোগ শীতের সময়ে তাদের জন্য বড় সহায়তা হয়ে এসেছে।
৫৪ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকেই বিজিবি নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।