নতুন বছরের শুরুতে লংগদুর দুই শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান করল সেনাবাহিনী

নতুন বছরের শুরুতে লংগদুর দুই শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান করল সেনাবাহিনী

নতুন বছরের শুরুতে লংগদুর দুই শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলে শিক্ষা উন্নয়নে নিয়মিত খোঁজখবর ও সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। নতুন বছরের শুরুতেই এই উদ্যোগকে স্থানীয়রা শিক্ষাবান্ধব ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় লংগদু জোনের ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে এ অনুদান প্রদান করা হয়।

লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ-এর সার্বিক নির্দেশনায় জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুল আল সাকিব সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুল এবং দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসায় মাসিক ভিত্তিক আর্থিক অনুদান প্রদান করেন।

অনুদান গ্রহণকালে সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুলের পক্ষে অনুদান গ্রহণ করেন স্কুলের সহকারী শিক্ষক মোঃ জাহিদুর ইসলাম। অপরদিকে দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসার পক্ষে অনুদান গ্রহণ করেন মাদ্রাসার সেক্রেটারি মোঃ রাশেদুজ্জামান। এ সময় সংশ্লিষ্ট শিক্ষক ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্গম ও পাহাড়ি অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে লংগদু জোন নিয়মিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খোঁজখবর রাখছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষা কার্যক্রমকে গতিশীল করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে সেনাবাহিনী এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা জানান, লংগদু জোনের নিয়মিত সহযোগিতা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখছে এবং শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে সহায়ক হচ্ছে।

উল্লেখ্য, সীমান্ত ও পার্বত্য অঞ্চলে নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তায় লংগদু জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *