পানছড়িতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি

পানছড়িতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি

পানছড়িতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

তীব্র শীতে পাহাড়ি জনপদের অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উপ-শাখা সীপকস, পানছড়ি। সংগঠনটির উদ্যোগে মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) পানছড়ি উপজেলার দুর্গম পার্বত্য এলাকায় দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সীমান্ত পরিবার কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় উপ-শাখা সীপক্স, পানছড়ির উদ্যোগে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এ জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার শতাধিক অসহায়, হতদরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের প্রকোপে কাঁপতে থাকা পাহাড়ি জনপদের মানুষের জন্য এ সহায়তা তাৎক্ষণিক স্বস্তি এনে দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উপ-শাখা সীপকস, পানছড়ির সাধারণ সম্পাদিকা মিসেস উম্মে আসমা।

এসময় তিনি বলেন, “দুর্গম পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। শীত মৌসুমে একজন মানুষও যেন অবহেলিত না থাকে—এই লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ।”

এসময় ৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত থেকে কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন। তাঁরা বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

শীতবস্ত্র পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, শীতের এই কঠিন সময়ে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি ও সীপক্সের এমন উদ্যোগ দরিদ্র মানুষের জীবনযাত্রায় স্বস্তি এনে দিয়েছে এবং সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখ্য, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি ও এর বিভিন্ন উপ-শাখা অতীতেও শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা ও নানা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পাহাড়ি ও সীমান্ত এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *