নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা ও অনুপ্রেরণামূলক কর্মসূচি
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে কৃতি সংবর্ধনা ও বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সেনাবাহিনীর নানিয়ারচর জোনের আয়োজনে আল-আমিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব, ভূমিকা ও রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, প্রস্তুতি ও করণীয় বিষয়ে একটি দিকনির্দেশনামূলক ক্লাস গ্রহণ করা হয়।
সেনাবাহিনীর অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত এই ক্লাসে শিক্ষার্থীরা আগ্রহভরে অংশগ্রহণ করে। ক্লাসটি পরিচালনা করেন নানিয়ারচর জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রিজওয়ান মাহমুদ রিজন।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য কাপ্তাই লেকের শাখা চেঙ্গী নদীতে নৌবিহারের আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি করে। এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরস্কার বিতরণী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকবৃন্দের মধ্যেও শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের মানসিক ও শিক্ষাগত উন্নয়নে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।