মাটিরাঙ্গার ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস আইজিপির
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গত ৩রা মার্চ মঙ্গলবার বিজিবির সাথে গ্রামবাসীর সংঘর্ষে প্রাণহানির ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, পুলিশের কাছে যেহেতু মামলা এসেছে সেটি তদন্ত করে নিস্পত্তির ব্যবস্থা করা হবে।
জনগণকে পুলিশের প্রতি আস্থা রাখতে হবে জানিয়ে আইজিপি আরও জানান, একটি ঘটনায় একাধিক মামলা হলেও সেটি এক সাথে তদন্তের সুযোগ রয়েছে। তদন্তে যে উদঘাটিত হবে তা দিয়ে মামলার নিস্পত্তি হবে।
৫ই মার্চ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা পুলিশের অফিসার্স মেস উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। পরে তিনি খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশের কমান্ডো কোর্সের মহড়া ও উন্নয়ন কাজের উদ্বোধনে অংশগ্রহণ করেন।
এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও খাগড়াছড়ির পুলিশ সুপার আব্দুল আজিজসহ সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
