রাঙামাটি পলওয়েল পার্কে ঝুলন্ত সেতুর উদ্বোধন! - Southeast Asia Journal

রাঙামাটি পলওয়েল পার্কে ঝুলন্ত সেতুর উদ্বোধন!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পুলিশ কর্তৃক নির্মিত নতুন পর্যটন কেন্দ্র পলওয়েল পার্কে এবার যোগ হয়েছে একটি ঝুলন্ত সেতুও। ঝুলন্ত সেতুর উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। ৪ঠা মার্চ বুধবার ‘বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২০’ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলায় আগমন করেন আইজিপি। পরে আইজিপি জেলা পুলিশ কর্তৃক পরিচালিত আকর্ষণীয় বিনোদন কেন্দ্র পলওয়েল পার্কের অভ্যন্তরে নবনির্মিত ‘ঝুলন্ত সেতু’ শুভ উদ্বোধন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএব (বার), পুলিশ সুপার মোঃ আলমগীর কবীরসহ পুলিশের উর্ধ্বতন অফিসার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।