মুজিবকে সভাপতি ও নাছিরুলকে সম্পাদক করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলা কমিটির অনুমোদন - Southeast Asia Journal

মুজিবকে সভাপতি ও নাছিরুলকে সম্পাদক করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলা কমিটির অনুমোদন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

সাবেক জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ মুজিবুর রহমানকে সভাপতি ও এ্যাডঃ কাজী নাছিরুল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৮১ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলা কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

৭ মার্চ শনিবার সকালে বান্দরবান জেলা সদরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক প্রতিনিধি সভায় এ কমিটির অনুমোদন দেয়া হয়। এসময় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুইয়া। অন্যান্যদের মধ্যে সংগঠনটির সাধারণ সম্পাদক আলমগীর কবির, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা তারুমিয়া, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত হাবিলদার আবদুল আজিজ, মানবাধিকারকর্মী রুহুল আমিন, সাংবাদিক কামরুজ্জামান, শিরিন আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান আলীকদম উপজেলা, হামিদা বেগম সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাইক্ষংছড়ি, মোঃ নাসির উদ্দিন, পান্না মেম্বারসহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা লালন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে জনসম্মুখে তুলে ধরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল সাধারণ জনগণের শান্তি নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কাজ করে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। নেতৃবৃন্দ, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন আইনের বিতর্কিত ধারা সমূহ পরিবর্তন করে সাধারণ জনগণের ভুমি অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।