রামগড়ে ফের বেড়েছে ইউপিডিএফের উৎপাত, রাতের আঁধারে ইউপি সদস্যের বাড়ির নির্মান সামগ্রীতে আগুন - Southeast Asia Journal

রামগড়ে ফের বেড়েছে ইউপিডিএফের উৎপাত, রাতের আঁধারে ইউপি সদস্যের বাড়ির নির্মান সামগ্রীতে আগুন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে সম্প্রতি বেড়েছে প্রসীত পন্থি আঞ্চলিক উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের উৎপাত। এতোদিন রামগড়ের বিভিন্ন দুর্গম এলাকায় ইউপিডিএফের আনাগোনা থাকলেও সম্প্রতি অনেকটা প্রকাশ্যে অস্ত্রের মহড়াসহ স্থানীয়দের বিভিন্ন ভাবে হুমকি প্রদান ও বেশ কয়েকটি উপজাতি এলাকায় বয়স্কদের জোর পূর্বক ডেকে নিয়ে তাদের অস্ত্রের ভয় এবং তাদের পক্ষে কাজ করার জন্য চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার যৌথখামার, বাজার চৌধুরী পাড়া, প্রেমতলা, লালছড়ি, ব্রতচন্দ্র কার্বারী পাড়া, কুমারী পাড়া, জরিচন্দ্র পাড়ায় সম্প্রতি ইউপিডিএফের বেশ কিছু লোকজনকে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতেও শোনা গেছে।

এদিকে গত ৭ই মার্চ শনিবার রাত আনুমানিক ৯টার দিকে রামগড় উপজেলার ১নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ লালছড়িতে স্থানীয় এক ইউপি সদস্যের মালিকানা ভূমিতে ঘর নির্মানের জন্য নিয়ে যাওয়া বাড়ি নির্মান সামগ্রী ও প্রয়োজনীয় আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইউপিডিএফ সন্ত্রাসীরা।

১নং রামগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাগড়াবিল এলাকার ইউপি সদস্য মোঃ আব্দুল হান্নান জানান, একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডে তার ব্যক্তি মালিকানাধীন জমিতে মৎস্য প্রকল্প, ধান্য জমি ও ফলজ বাগান পাহাড়া দেওয়ার জন্য সুফিয়া বেগম নামের একজন মহিলাকে কেয়ারটেকার নিয়োগ দেন। পরবর্তীতে সেখানে সুফিয়া বেগমের থাকার জন্য শনিবার বিকেলে চাঁদের গাড়ি যোগে বাড়ি নির্মান সামগ্রী, আসবাসপত্র ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যান। এর পরপরই ইউপিডিএফের একটি দল এসে সেখানে বাড়ি নির্মানে বাঁধা ও সরঞ্জাম দ্রুত সময়ের মধ্যে সেখান থেকে সরিয়ে নেবার জন্য আব্দুল হান্নানকে চাপ প্রয়োগ করেন। পরবর্তীতে ইউপি সদস্য হান্নান বাড়ি নির্মান সামগ্রী ও আসবাসপত্র সরিয়ে না আনায় পুনরায় রাতে সেখানে এসে আসবাসপত্রে আগুন ধরিয়ে দেয় ইউপিডিএফ সন্ত্রাসীরা।

ইউপিডিএফ সন্ত্রাসী কর্তৃক বাড়ি নির্মান সামগ্রী, আসবাসপত্র ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী পুড়িয়ে দেবার খবর শুনেছেন জানিয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুজ্জামান জানিয়েছেন এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ জানায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এছাড়া সাম্প্রতিক সময়ে উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের তৈচাকমা-কুমারী এলাকায় একটি ব্যক্তি মালিকানাধীন বাগানের বেশ কয়েক গাড়ি গাছ কেটে নিয়ে রাতের আঁধারে সেখানে অনেকগুলো ঝুপড়ি ঘর নির্মান করে বহিরাগত উপজাতি স্থানান্তরের অভিযোগও উঠেছে ইউপিডিএফের বিরুদ্ধে।