মুজিববর্ষ উপলক্ষ্যে রাঙামাটিতে নিহত নেতাকর্মীদের পরিবারের মাঝে আওয়ামীলীগের অনুদান প্রদান - Southeast Asia Journal

মুজিববর্ষ উপলক্ষ্যে রাঙামাটিতে নিহত নেতাকর্মীদের পরিবারের মাঝে আওয়ামীলীগের অনুদান প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শশতবার্ষিকী উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটিতে বিভিন্ন সময়ে প্রতিপক্ষ সন্ত্রাসী ও দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে জেলা আওয়ামীলীগ। ১৭ মার্চ মঙ্গলবার বিকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগ এর উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার নিহত চার পরিবারের হাতে নগদ ৪ লক্ষ টাকা করে মোট ১৬ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, সদর উপজেলার চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান , প্রেসক্লাব সভাপতি শাখাওয়াত হোসেন রুবেলসহ আওয়ামী লীগের সকল অংগ সংঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।