মুজিববর্ষ উপলক্ষ্যে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ব্লাড গ্রুপ নির্ণয় শুরু - Southeast Asia Journal

মুজিববর্ষ উপলক্ষ্যে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ব্লাড গ্রুপ নির্ণয় শুরু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বছর ব্যাপী রক্ত গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ।

১৭ মার্চ মঙ্গলবার সকালে রাঙামাটিস্থ আঞ্চলিক পরিষদের কার্যালয়ে নিজের রক্তের গ্রুপ পরীক্ষার মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

এসময় অন্যান্যদের মধ্যে রাঙামাটি সিভিল সার্জন বিপাশ খীসা, আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, ডা.নিলু কুমার তঞ্চঙ্গ্যাসহ আঞ্চলিক পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সূত্রে জানা যায়, বছরব্যাপী এ রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে ১ হাজার জনের রক্তের গ্রুপ নির্নয় করা হবে।

You may have missed