বাঘাইছড়ির শিলাদহে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬, মেডিকেল টিম গঠন
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিয়ালদহ এলাকায় হাম রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১জন প্রতিবন্ধী বলে জানা গেছে। নিহত শিশুরা হলেন, রোহিনা ত্রিপুরা (৮), সাগরিকা ত্রিপুরা(১১), কোহেন ত্রিপুরা(৩), বিশান ত্রিপুরা(২), ক্লাই ত্রিপুরা(২), মনে ত্রিপুরা(১.৫)।
এছাড়াও একই মৌজার তিনটি গ্রামে এ রোগে আরও অন্তত শতাধিক শিশু আক্রান্ত রয়েছে বলে জানা যায়। রাঙামাটির সিভিল সার্জন ডা: বিপাস খীসা ৬ শিশুর মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আনুমানিক ২০ দিন আগে তার মৌজার তিনটি পাড়ায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। লুংতিয়ান পাড়াতে ৮৮জন, কমলাপুর চাকমা পাড়াতে আছে ১২জন এবং অরুণ পাড়াতে ৭জনসহ এখনো অন্তত ১০৭জন রোগী এ রোগে আক্রান্ত রয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব জিতু জানিয়েছেন, দূর্গমতার কারণে ওইসব এলাকায় গিয়ে চিকিৎসা সেবা দেওয়া অত্যন্ত কঠিন। স্বাস্থ্য বিভাগ ও বিজিবি ইতিমধ্যে দুইটি মেডিকেল একটি টিম সেখানে পাঠিয়েছে। তারা হেলিকপ্টারে গিয়ে ওই এলাকায় পৌঁছে কাজ শুরু করে দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষন করে প্রয়োজনে আক্রান্তদের সেনাবাহিনীর সহযোগীতায় হেলিকপ্টার যোগে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
তবে রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রোগটি আসলে হাম কি-না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা আক্রান্ত ব্যক্তিদের রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছেন, রিপোর্ট আসলে রোগটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।