বান্দরবানে দুই গার্মেন্টস কর্মীকে ধর্ষণ, মামলা দায়ের
 
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানে দুই পাহাড়ী গার্মেন্টস কর্মীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে উবাচিং মারমা ও সুজন বড়ুয়া নামের দু্ই যুবকের বিরুদ্ধে। ১৯ মার্চ বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই গার্মেন্টস কর্মী বান্দরবান সদর থানায় উক্ত দুই যুবককে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত উবাচিং মারমা জেলা সদরের সার্চথুই মারমার সন্তান এবং সুজন বড়ুয়া একজন মাহিন্দ্র চালক।
সূত্র মতে, বুধবার (১৮ মার্চ) রাত ৯টায় দুই বান্ধবী (তংচঙ্গ্যা সম্প্রদায়ের তরুণী) মেঘলাস্থ লুম্বিনী গার্মেন্টস হতে কাজ শেষে বাড়ি ফেরার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছিল। এসময় পূর্ব পরিচিত উবাচিং মারমা এবং সুজন বড়ুয়া যাত্রীসহ ঐ স্থানে গাড়ি নিয়ে আসলে গাড়ীতে উঠে। এসময় অন্য যাত্রীরা গন্তব্যে নেমে গেলেও তাদের গন্তব্য দূরে হওয়ায় গাড়িতে তারা অবস্থান করে। এসময় তাদের গন্তব্যে নামিয়ে না দিয়ে গাড়িটি দ্রুতবেগে বান্দরবান সদর থানাধীন ৯নং ওয়ার্ডের সিনিয়র পাড়ার নির্জন জঙ্গলের পাশে নিয়ে যায়। পরে সুজন বড়ুয়া মুখ চেপে ধরে জোরপূর্বক জঙ্গলে নিয়ে একজনকে ধর্ষণ করে এবং উবাচিং মারমা গাড়িতেই অপরজনকে ধর্ষণ করে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুজনই পালিয়ে যান।
বান্দরবান সদর থানা কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল জলিল জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় আনার সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।
