করোনা ইস্যুতে খাগড়াছড়িতে এক জনের মৃত্যুর গুজব, আটক ৩ - Southeast Asia Journal

করোনা ইস্যুতে খাগড়াছড়িতে এক জনের মৃত্যুর গুজব, আটক ৩

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাম্প্রতিক সময়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে পার্বত্য জেলা খাগড়াছড়িতে দিনব্যাপী ফেসবুকে একজনের মৃত্যুর গুজব ছড়িয়ে পরিস্থিতি অবনতির অভিযোগে জেলার মানিকছড়ি ও দীঘিনালা থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। ২১শে মার্চ শনিবার বিকাল ৪টার দিকে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, মানিকছড়িতে সনাতন সংঘ শক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদ্রিত্য ভট্টাচার্যি লিংকন, দীঘিনালা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সুজন দাশ ও মিঠু চৌধুরী।

খাগড়াছড়ির পুলিশ সুপার আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খাগড়াছড়িতে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত কোন রোগীই সনাক্ত হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনের মৃত্যু হয়েছে উল্লেখ করে গুজব ছড়িয়েছে একটি মহল। তাদের সনাক্ত করতে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় মানিকছড়ি ও দীঘিনালা থেকে ৩জনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এ ঘটনায় আগামীকাল রবিবার সকাল ১০টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়েছে।