করোনা সংক্রমন প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে এবার মাঠে রাঙামাটির জেলা প্রশাসক - Southeast Asia Journal

করোনা সংক্রমন প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে এবার মাঠে রাঙামাটির জেলা প্রশাসক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

মহামারি করোনার বিপর্যয় থেকে মুক্ত ও নিরাপদ রাখতে প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি এবার জনসচেতনতা ও সংক্রম এড়াতে নিজেই জীবাণুনাশক গণকার্যক্রমে অংশ নিতে মাঠে নেমেছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। ২৪ মার্চ মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়সহ শহরের সড়কের বিভিন্ন যানবাহনে এই জীবানুনাশক স্প্রে করেন তিনি। এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণও এ কাজে অংশ নেন।

এছাড়া জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ জানিয়েছেন, করোনা সংক্রমন প্রতিরোধ করতে মিজোরাম সীমান্তবর্তী এলাকাগুলোতে সব ধরণের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। সীমান্ত এলাকাগুলোতে বিজিবির কঠোর নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, যারা বাহিরে থেকে রাঙামাটি আসছেন, তাদের তল্লাশী করা হচ্ছে।

এদিকে রাঙামাটি পৌরসভার পক্ষ থেকেও শহরের বিভিন্ন সড়কে যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। আর এ কাজে অংশ নিয়েছেন, প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিনসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ।