করোনা সংক্রমণের শঙ্কায় পাহাড়ে ‘জলকেলি’ উৎসব বাতিল করেছে মারমা সংস্কৃতি সংস্থা - Southeast Asia Journal

করোনা সংক্রমণের শঙ্কায় পাহাড়ে ‘জলকেলি’ উৎসব বাতিল করেছে মারমা সংস্কৃতি সংস্থা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে এবার পাহাড়ে অনুষ্ঠিত হচ্ছেনা মারমাদের বর্ষবরণ উৎসব ‘জলকেলি’। করোনা সংক্রমন এড়াতে মারমা সংস্কৃতি সংস্থা (মাসাস) এইবার তাদের ঐতিহ্যবাহী ‘জলকেলি’ উৎসব বাতিল করেছে।

২৭ মার্চ শুক্রবার এমন তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির তথ্য প্রচার সম্পাদক হ্লা প্রু সাইন মারমা। তিনি জানান, প্রতি বছর তারা সামাজিক অনুষ্ঠান ‘সাংগ্রাই জল উৎসব বা জলকেলি’ পালন করে আসছেন। কিন্তু সম্প্রতি সময়ে করোনা ভাইরাস সারা পৃথিবীর মানব সমাজকে গ্রাস করছে। এই ভাইরাস থেকে পাহাড়ের বাসিন্দারাও রেহাই পাচ্চে না। সবকিছু বিবেচনা করে দেশের স্বার্থে, দেশের স্বার্থে তারা নতুন বছরে ‘সাংগ্রাই জল উৎসব বা জলকেলি’ উৎসব না করার সিন্ধান্ত গ্রহণ করেছেন।