করোনা আতঙ্কের মধ্যেই দীঘিনালায় ইউপিডিএফের ফাঁকা গুলি, এলাকায় নতুন আতঙ্ক সৃষ্টি
 
নিউজ ডেস্ক
সারা বিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে মহামারি করোনা ভাইরাস। এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এক প্রকার অঘোষিত লকডাউন চলছে পার্বত্য জেলাগুলোতে। সীমিত পরিসরে মুদি দোকান ও ফার্মেসীগুলো খোলা থাকলেও এক ধরণের নিস্তব্ধতা নেমে এসেছে পাহাড় জুড়ে, জনসাধারণের মাঝে সৃষ্টি হয়েছে করোনা আতঙ্ক।
এদিকে করোনা আতঙ্কের মধ্যেই এবার খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় রাতের আঁধারে ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় নতুন আতঙ্কের সৃষ্টি করেছে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা।
জানা যায়, গত ২৭ মার্চ শুক্রবার রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে উপজেলার বাবুছড়াস্থ মন্দিরঘাট চৌধুরী পাড়া নামক স্থানে ইউপিডিএফ (প্রসীত) নেতা মিলন চাকমার নেতৃত্বে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা এলাকায় আতঙ্ক ও আধিপত্য বিস্তারের লক্ষে অন্তত ১৪/১৫ রাউন্ড ফাকা গুলিবর্ষন করে। এতে কোন প্রকার হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় এক প্রকার আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে উক্ত এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে নিরাপত্তাবাহিনী।
দীঘিনালা থানা সূত্রে জানা যায়, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
