খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার মাতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক - Southeast Asia Journal

খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার মাতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির মাতা উমাদিনী ত্রিপুরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

২৯শে মার্চ রবিবার এক শোক বিবৃতিতে তিনি উমাদিনী ত্রিপুরার পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উমাদিনী ত্রিপুরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তিনি উমাদিনী ত্রিপুরার পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার- পরিজনেরপ্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, উমাদিনী ত্রিপুরা রবিবার সকাল ৯টা ৫০ মিনিটে বার্ধক্যজনিত কারণে খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলার নিজ বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর এবং তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।