খাগড়াছড়িতে বেড়েছে সেনা-পুলিশ ও প্রশাসনের তৎপরতা, কর্মহীন ও দুঃস্থদের মাঝে সরকারী-বেসরকারী ত্রাণ বিতরন অব্যাহত - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বেড়েছে সেনা-পুলিশ ও প্রশাসনের তৎপরতা, কর্মহীন ও দুঃস্থদের মাঝে সরকারী-বেসরকারী ত্রাণ বিতরন অব্যাহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব নিশ্চিত ও এর সংক্রমণ এড়াতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়িতে অব্যাহত রয়েছে সেনাবাহিনীর টহল, সাথে রয়েছে ম্যাজিষ্ট্রেট ও পুলিশের অভিযান। এর পাশাপাশি আজও জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় সরকারী ও বেসরকারী উদ্যোগে কর্মহীন মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে ত্রাণ সামগ্রী।

জেলা সদরঃ
সকাল থেকেই (২রা এপ্রিল) জেলা সদরের প্রবেশ মুখে প্রতি দিনের মতো নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী যুবকরা। জেলা সদরে প্রবেশ করা ব্যক্তি বা গাড়ি স্প্রে, লিফলেট বিতরণ ও মাস্ক বিতরণ করছে তারা। পাশাপাশি জেলা সদরের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আজ মাঠে নেমেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

জেলা শহরের বিভিন্ন সরকারী ও বেসরকারী উদ্যোগে বিতরণ করা হয়েছে ত্রান সামগ্রী। আজও ব্যক্তিগত পক্ষ হতে দুঃস্থ ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলম। এদিকে খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও উপজেলার দুর্গম কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ হতে জেলার বিভিন্ন উপজেলায় ১০ হাজার দুঃস্থ ও কর্মজীবি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের লক্ষ্যে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে, যারা মাঠ পর্যায়ে কাজ করে তালিকা প্রনয়ন করছেন বলে জানা গেছে।

পানছড়িঃ
করোনা প্রতিরোধে খাগড়াছড়ির পানছড়িতে আজও অব্যাহত রয়েছে সেনাবাহিনীর জনসচেতনামূলক কার্যক্রম। করোনা প্রতিরোধে উপজেলার গুরুত্বপূর্ন স্থানগুলোতে বন্ধ রয়েছে জনসমাগম। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার সহ অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে পানছড়ি উপজেলা প্রশাসন।

দীঘিনালাঃ
দীঘিনালায় হত-দরিদ্রদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ হতে আজও ত্রা ণ বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে দীঘিনালা উপজেলা প্রশাসন ও থানার সমন্বয়ে সেনা ও পুলিশের যৌথ টহল অব্যাহত রয়েছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী কর্তৃক মাইকিং, লিফলেট বিতরনসহ সচেতনতা বৃদ্ধির জন্য সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

রামগড়ঃ
রামগড়ে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ও স্থানীয় জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে অব্যাহত রয়েছে সেনা ও পুলিশের যৌথ টহল। পাশাপাশি বাজারে এলাকায় ভ্রাম্যমান আদালতের বিভিন্ন অভিযানও অব্যাহত আছে। সকালে জনসচেতনতায় একসাথে টহল দেয় পুলিশ ও সেনাবাহিনী। উপজেলা প্রশাসন আজও কয়েকটি এলাকায় ত্রান বিতরণ অব্যাহত রেখেছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদোজা, গুইমারা সাব জোন কমান্ডার মেজর মোঃ জুনায়েদ বিন কবির, সদর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম মজুমদার প্রত্যেক বাড়ীতে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরন করেন। এর পাশাপাশি সকাল থেকেই সেনাবাহিনীর নেতৃত্বে রামগড় বাজারে জীবানুনাশক পানি স্প্রে করা হয়েছে।

এদিকে রামগড়ে করোনা ভাইরাসের সংক্রমণ রোধের সার্বিক কার্যক্রম পরিদর্শনে আসেন সিন্দুকছড়ি জোন কমান্ডার কাজী মোঃ কাওসার জাহান। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রামগড় বাজার পরিদর্শনের সময় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামানের নিকট থেকে এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। এরপর তিনি রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বেড পরিদর্শন করে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন।

মহালছড়িঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ করতে গিয়ে কর্মহীন হয়ে পড়া গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ।

২রা এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ১২ টার সময় খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সাংসদ ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরার উপস্থিতিতে মহালছড়ির সকল ইউনিয়নের প্রায় ৫০০ অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ।

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মেলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য মংক্যাচিং চৌধুরী, এডভোকেট আশুতোষ চাকমা, মংশেইপ্রু চৌধুরী অপু, জুয়েল চাকমা, শতরুপা চাকমা, চন্দন কুমার দে, নীলোৎপল খীসা, মুকুল চাকমা, নুরুল আজম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক জসিমউদদীন, সহসভাপতি চিন্তাহরণ শর্মা, যুবলীগ সভাপতি দীপন ধর ও সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

মানিকছড়িঃ
খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশার আলোকে ও সচেতনতার লক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় খেঁটে খাওয়া মানুষ যখন গৃহবন্দী হয়ে পড়েছে ঠিক তখই এসব অসচ্ছল খেঁটে খাওয়া মানুষের মাঝে প্রতিদিনের ন্যায় আজও উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত ছিল।

২রা এপ্রিল (বৃহস্পতিবার) সকালে উপজেলার তিনটহরী ইউনিয়নের অন্তর্গত বড়ডলু ও বড়ইতলী এলাকার গৃহবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন, মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেইন ফয়সাল মাহমুদ শুভ, তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মোশারফ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে তিনটহরী ও মানিকছড়ি বাজারের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ। এসময় তিনি তিনটহরী ও মানিকছড়ি বাজারের বিভিন্ন ব্যাবসীদের সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৩ হাজার টাকা জরিমানা করেন।

মাটিরাঙ্গাঃ
করোনা পরিস্থিতিতে লকডাউনে থাকা হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গম তবলছড়ি, তাইন্দং এলাকায় আজ বিতরণ করা হয়েছে ত্রাণ সামগ্রী।

গুইমারাঃ
গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস মোকাবেলায় দেশব্যাপি লকডাউন এর কারনে অসহায় ও গরীবদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ।

লক্ষ্মীছড়িঃ
জেলার লক্ষ্মীছড়িতে উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ ইকবালের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন স্থানে গরীব জনগনের মাঝে ত্রাণ বিতরন করা হয়। বিতরনের সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুমনা চাকমা।