বাঘাইছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র ত্রাণ সহায়তা - Southeast Asia Journal

বাঘাইছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র ত্রাণ সহায়তা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থবির হয়ে পড়া পাহাড়ী জনপদে সাধারণ খেটে খাওয়া লোকজনের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে অসহায়, দুঃস্থ ও কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র নেতা-কর্মীরা।

সোমবার (৬ এপ্রিল) সকালে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র উপজেলা সমন্বয়ক জনপ্রিয় চাকমার নেতৃত্বে বাঘাইছড়ি উপজেলার বেশ কয়েকটি এলাকায় দুঃস্থ ও করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়াদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র নেতারা জানিয়েছেন, পাহাড়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় মাঠে থেকে সরকারের পাশাপাশি ভবিষ্যতেও তারা সাধারণ খেটে খাওয়া ও কর্মহীনদের পাশে থাকবেন।