সাজেকে কর্মহীন পরিবারের মাঝে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র ত্রান বিতরন - Southeast Asia Journal

সাজেকে কর্মহীন পরিবারের মাঝে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র ত্রান বিতরন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত কয়েকদিন ধরে করোনার প্রভাবে কর্মহীন দিনমজুর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)। এরই ধারাবাহিকতায় সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সাজেক ইউপি’র কার্যালয়ে শতাধিক পাহাড়ী ও বাঙ্গালী নারী পুরুষের মাঝে চাল, ডাল, তৈল সহ নিত্যপণ্য সামগ্রী বিতরন করা হয়।

সাজেক ইউপি’র মাধ্যমে সাজেকের ৪নং ওয়ার্ড এর বিভিন্ন গ্রামে এসব ত্রাণ বিতরন করে সংগঠনটির নেতারা। ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন, সাজেক ইউপি চেয়ারম্যান নেলশন চাকমা, দায়াধন চাকমা, আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।

প্রতি পরিবারের জন্য এসময় চাল-১০কেজি, আলু-১কেজি, সয়াবিন তেল- ৫০০গ্রাম, ডাল-৫০০গ্রাম, লবণ-৫০০গ্রাম, সাবান-২টি করে বিতরন করা হয়।